মাসে ৩০ হাজার টাকা আয় করার ১৫টি কার্যকরী উপায়
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় সম্পর্কে জানতে হলে আজকের ব্লগ পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। বর্তমান যুগে আয় করার অনেক উপায় আছে কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই মাসে ৩০ হাজার টাকা আয় ৩০ হাজার টাকা ইনকাম করার উপায় জানেনা।
বর্তমানে আয় করে বলতে শুধু অফিসের চাকরি সীমাবদ্ধ নয়। ডিজিটাল প্রযুক্তি আমাদেরকে ঘরে বসে অনলাইনে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে মাসে ৩০ হাজার টাকা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আয় করতে পারবেন।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
অনেক ব্যক্তিরা মনে করে থাকে অর্থ উপার্জন শুধুমাত্র কঠোর পরিশ্রমের ফল। কিন্তু অর্থ উপার্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করার পাশাপাশি বেশ কিছু যোগ্যতা অর্জন করা প্রয়োজন যে যোগ্যতাগুলো না থাকলে আপনি কখনোই অর্থ উপার্জন করতে পারবেন না। তাই অর্থ উপার্জন করার জন্য আপনার যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি পরিশ্রমও প্রয়োজন। আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয়বস্তু হচ্ছে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় গুলো কি কি। আজকের আর্টিকেল আপনাদের সাথে এমন কিছু কৌশল শেয়ার করব যেগুলো অবলম্বন করলে আপনারা মাসে ৩০ হাজার টাকা সহজেই আয় করতে পারবেন।
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
প্রিয় পাঠক যেহেতু আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় তাই তোমাদের সুবিধার্থে এমন ১৫টি উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে ১৫ টি উপায় অবলম্বন করলে তোমরা সহজে মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারবে। মাসে ৩০ হাজার টাকা আয় করার ১৫ টি কার্যকরী উপায় নিম্নে আলোচনা করা হলো:
১/ ফ্রিল্যান্সিং করে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ৩০ হাজার টাকা ইনকাম করার জন্য সবচেয়ে সেরা একটি উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং করা। বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম যেখানে হাজার হাজার কন্টেন্ট রাইটাররা তাদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে কাজ করে মাসে ত্রিশ হাজার টাকা অথবা এর অধিক টাকা উপার্জন করছে। মাসে ৩০ হাজার টাকা ইনকাম করার জন্য যে সকল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে সেগুলো হলো- Upwork, Fiver, Freelancer। আপনি এ সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতি মাসে ৩০ হাজার টাকার অধিক ইনকাম করতে পারবেন।
আরোও পড়ুনঃ মাসে লাখ টাকা আয় করার ৮টি অন্যতম সেরা উপায়
আর এর জন্য ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার দক্ষতা থাকা প্রয়োজন রয়েছে। ফ্রিল্যান্সিং বিষয়ে যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো হলো গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, আর্টিকেল রাইটিং, অ্যাপ ডেভলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন করে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন।
২/ ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি
ইউটিউব হচ্ছে এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি ইউটিউব চ্যানেল খুলে প্রতিনিয়ত ভিডিও রিলেটেড কনটেন্ট তৈরি করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে আপনি লক্ষ টাকাও ইনকাম করার পর্যায়ে চলে যেতে পারবেন। ইউটিউবে ভিডিও তৈরি করে ইনকাম করার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম অনুসরন করতে হবে।
ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করে কিভাবে আয় করা যায় এই সংক্রান্ত তথ্য জানতে হলে আপনাকে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং বর্তমানে ইউটিউবে ব্লগিং ভিডিও তৈরি করার বিভিন্ন শিক্ষামূলক ভিডিও রয়েছে সেগুলো দেখে শিখে নিতে পারবেন।
৩/ ব্লগিং করে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
যদি আপনি ভাল মানের কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে ব্লগিং আপনার জন্য বেস্ট একটি অপশন। বিভিন্নভাবে ও বিভিন্ন বিষয়ে ব্লগিং করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করা সম্ভব। মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় গুলোর মধ্যে ব্লগিং একটি জনপ্রিয় উপায়। ব্লগিং শুরু করার জন্য আপনার কিছু নিয়ম অনুসরণ করতে হবে এর মধ্যে হল কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং, এসইও, on পেজ এসইও, অফ পেজ এসইও এ সকল বিষয়ে আপনাকে জানতে হবে। পাশাপাশি এই সকল বিষয় ছাড়াও একটি ওয়েবসাইট পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে।
ব্লগিং শুরু করতে আপনি google-এ ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত যেকোনো একটি বিষয়ে বা একাধিক বিষয়ে আর্টিকেল পাবলিশ করতে হবে। এরপর আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পেলে আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন। এডসেন্স অ্যাপ্রুভ হলে আপনার আর্টিকেলের মধ্যে বিজ্ঞাপন দেখিয়ে আপনি প্রতি মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় খুঁজে পেতে পারেন।
৪/ ড্রপ শিপিং করে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
আপনারা নিশ্চয়ই ই-কমার্স ব্যবসায়ের কথা শুনেছেন। ড্রপ শিপিং হচ্ছে এমন একটি ই-কমার্স ব্যবসা যেখানে কোনো ধরনের পণ্য বা প্রোডাক্ট স্টক না করে অনলাইনে ষ্টোর পরিচালনা করা যায়। পন্য বিক্রি হওয়ার পর সরবরাহকারী সরাসরি ক্রেতার নিকট পৌঁছে দেয়। ড্রপ শিপিং করার জনপ্রিয় দুটি ওয়েবসাইট হলো- Shopify, WooCommerce। আপনি এ সকল ওয়েবসাইটের পণ্য সেল করার জন্য অনলাইন স্টোর এর জন্য আবেদন করতে পারেন। এরপর থেকে আপনি মার্কেটিং করে এসকল ওয়েবসাইটের পণ্য অনলাইনে বিক্রি করে মাসে ৩০০০০ টাকা বা তারও বেশি আয় করতে পারবেন।
৫/ অনলাইন কোর্স তৈরি ও বিক্রি করে ইনকাম
আপনার যদি বিশেষ কোনো বিষয়ের উপর গভীর দক্ষতা ও যোগ্যতা থাকে তাহলে সেই বিষয়ে অনলাইনে কোর্স তৈরি করে বিক্রয় করতে পারেন। এতে করে আপনি আর্থিকভাবে অনেকটা লাভবান হতে পারবেন যেটি আপনাকে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে সহায়তা করবে। বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ধরনের অনলাইন কোর্স তৈরি করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনিও এই কাজটি করে ইনকাম করতে পারবেন তবে, আপনার মধ্যে যদি শিক্ষা বিষয়ে বা অন্য কোন বিষয়ে দক্ষতা থেকে থাকে তাহলে সে বিষয়ের উপর কোর্স তৈরি করে সেটি অনলাইনে বিক্রি করে প্রতি মাসে 30000 টাকা আয় করতে পারবেন।
৬/ ই কমার্স ব্যবসা করে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় গুলোর মধ্যে ই-কমার্স ব্যবসা জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। যেটি গত কয়েক বছর যাবত পরিচালিত হয় আসছে। ই-কমার্স এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে নিজস্ব পণ্য তৈরি করে বা ক্রয় করে অনলাইনে মার্কেটপ্লেসে বিক্রয় করতে পারবেন। ই-কমার্স ব্যবসার জনপ্রিয় দুটি সাইট হলো দারাজ, আমাজন।
৭/ ফটোগ্রাফি করে মাসে ৩০০০০ টাকা আয় করার উপায়
আপনি যদি ফটোগ্রাফি খুব বেশি পছন্দ করে থাকেন তাহলে ফটোগ্রাফিকে পেশা হিসেবে গ্রহণ করতে অসুবিধা কোথায়? ফটোগ্রাফি এমন একটি দক্ষতা যেটিকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারলে আর্থিকভাবে প্রচুর লাভবান হতে পারবেন। বর্তমান যুগে ফটোগ্রাফি মানুষের শখের পাশাপাশি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। ঠিক আপনি আপনার পছন্দের ছবি তুলে অনলাইনে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যে সকল ওয়েবসাইটে একটি ছবির বিনিময়ে 0.25 সেন্ড পেতে পারেন।
এভাবে আপনি সে সকল ওয়েবসাইট এ যদি 1000 ছবি বিক্রির জন্য আপলোড করেন সেখান থেকে যদি ২০০ টি ছবি বিক্রি হয় তাহলে 200*0.25=50$ ইনকাম হবে। তাহলে বুঝতেই পারছেন ফটোগ্রাফি করে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। যে সকল ওয়েবসাইট ছবি বিক্রির মাধ্যমে টাকা দিয়ে থাকে সেগুলো হল- Alamy, 500px, Shutterstock, Getty Images, iStock, Stocksy, Picfair, Adobe Stock, Envato Elements, Unsplash ইত্যাদি। এ সকল ওয়েবসাইটে ছবি বিক্রি করে প্রতিমাসের ৩০ হাজার টাকা এরও বেশি আয় করতে পারবেন।
৮/ এফিলিয়েট মার্কেটিং মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় সম্পর্কে যদি জানতে চান তাহলে আরও একটি প্রধান উপায় হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পণ্য প্রচার করতে পারেন এবং বিক্রি হওয়ার পর কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন লাভ করতে পারবেন। আর এফিলেট মার্কেটিং করার জন্য আপনার তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন হবে না শুধু একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকলে সেখানে বিভিন্ন কোম্পানির পণ্য সেল করে নির্দিষ্ট কমিশন হিসেবে প্রতি মাসে ৩০০০০ টাকা আয় করতে পারবেন। বর্তমান সময়ে সবথেকে বেশি কমিশন পাওয়া যায় অনলাইন ডিজিটাল প্রোডাক্ট থেকে।
৯/ অনলাইন টিউটরিং করে ৩০ হাজার টাকা আয়ের উপায়
বর্তমান যুগে অনেক শিক্ষার্থীরা আছে যারা টিউটরিং করে স্বাবলম্বী হতে চায়। কিন্তু সময় ও সুযোগের অভাবে টিউটরিং পেশায় যোগদান করা সম্ভব হয় না। তাই সে সকল শিক্ষার্থীদের জন্য সমাধান হলো অনলাইন টিউটরিং করা। অনলাইন টিউটরিং করার জন্য শুধুমাত্র আপনার হাতে একটি ফোন হলেই যথেষ্ট। আপনার ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করে পর্যাপ্ত স্টাডি ম্যাটেরিয়ালস ডাউনলোড করা থাকলে পৃথিবীর যেকোনো জায়গায় বসে আপনি অনলাইন টিউটরিং করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
১০/ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
ছোট ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের এডমিনিস্ট্রেটিভ কাজ করতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। যেমন- ইমেইল পরিচালনা, সোশ্যাল মিডিয়া পরিচালনা অথবা ডাটা এন্ট্রি। আপনি এই সকল কাজগুলো করে বিভিন্ন কোম্পানির হয়ে প্রতি মাসে একটা ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন। ভার্চুয়াল এসিস্ট্যান্ট এর কাজ করার জন্য লিখালিখি, ইমেইল পরিচালনা, মেসেজ সেন্ড করা এবং কম্পিউটার চালানোর বেসিক ধারণা থাকলেই আপনি এই কাজটি করে প্রতি মাসে ৩০০০০ টাকা আয় করতে পারবেন।
১১/ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের বা কোম্পানির সোশ্যাল মিডিয়া সাইট পরিচালনা করার জন্য দক্ষ ব্যাক্তির প্রয়োজন হয়। আপনার যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার একাউন্ট চালানোর দক্ষতা থাকে তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন। আর আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে প্রতিমাসে ৩০ হাজার টাকা বা তারও বেশি ইনকাম করতে সক্ষম হবেন।
১২/ অনলাইন রিসেলার
অনলাইন রিসেলিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পণ্য যেমন- পোশাক, ইলেকট্রিক গেজেট, মেকআপ আইটেম, হস্তশিল্প, খেলনা বিক্রি করে মুনাফ অর্জন করতে পারেন। এখনকার এই সময়ে অনেকেই রয়েছে যারা অনলাইনে বিভিন্ন কোম্পানির কাছ থেকে পণ্য কিনে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে অধিক টাকা ইনকাম করছে। ঠিক আপনি এই কাজটি করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রতি মাসে অনলাইন রিসেলার হয়ে মাসে ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন।
১৩/ পডকাস্টিং কাজ করে মাসে ৩০০০০ টাকা আয় করার উপায়
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করলে দেখা যায় পডকাস্টিং একটি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। যেখানে বিভিন্ন স্থানের ব্যক্তিরা বিজ্ঞাপন পণ্য প্রচার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকে।
১৪/ ডিজিটাল পণ্য বিক্রি আয়ের উপায়
বর্তমান যুগে প্রযুক্তির সহায়তায় ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উপায় আছে। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে মাসে ত্রিশ হাজার টাকা আয় করে নিতে পারেন। ডিজিটাল প্রোডাক্ট এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হলো ই-বুক, সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন, ডিজিটাল আর্ট। এই ধরনের পণ্যগুলোর উৎপাদন খরচ কম হওয়ায় বিক্রি হওয়ার পর ১০০% লাভ হওয়ার সম্ভাবনা থাকে।
১৫/ অনলাইন গেম খেলে ৩০ হাজার টাকা আয় করার উপায়
বিনোদন এর মাধ্যম হিসেবে অনেকেই অবসর সময়ে অনলাইন গেম খেলে। আপনার যদি অনলাইন গেম সফটওয়্যার তৈরি করার দক্ষতা থাকে তাহলে সেই অনলাইন গেমস সফটওয়্যার অথবা সাইটের মাধ্যমে ইন্টারনেট থেকে আয় করতে পারবেন যেটি আপনাকে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করার সুযোগ দিবে।
কিভাবে ঘরে বসে আয় করব
প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ যাবত আমরা মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে ৩০ হাজার টাকা ইনকাম করা যায়। ঘরে বসে ৩০ হাজার টাকা ইনকাম করার জন্য ৩০ টি জনপ্রিয় ওয়েবসাইটের নাম নিচে শেয়ার করা হলো:
ফ্রিল্যান্সিংয়ের জন্য:
- Upwork (www.upwork.com)
- Fiverr (www.fiverr.com)
- Freelancer (www.freelancer.com)
- Guru (www.guru.com)
- Toptal (www.toptal.com)
অনলাইন টিউটরিং ও কোর্সের জন্য:
- Udemy (www.udemy.com)
- Teachable (www.teachable.com)
- Coursera (www.coursera.org)
- Skillshare (www.skillshare.com)
- Chegg Tutors (www.chegg.com/tutors)
ব্লগিং ও কনটেন্ট রাইটিংয়ের জন্য:
- Medium (www.medium.com)
- ProBlogger (www.problogger.com)
- HubPages (www.hubpages.com)
- Contena (www.contena.co)
- iWriter (www.iwriter.com)
ই-কমার্স ও ড্রপশিপিংয়ের জন্য:
- Shopify (www.shopify.com)
- WooCommerce (woocommerce.com)
- Amazon (www.amazon.com)
- eBay (www.ebay.com)
- Etsy (www.etsy.com)
ডিজিটাল প্রোডাক্ট বিক্রির জন্য:
- Gumroad (www.gumroad.com)
- Sellfy (www.sellfy.com)
- Payhip (www.payhip.com)
- ClickBank (www.clickbank.com)
- JVZoo (www.jvzoo.com)
ফটো ও ডিজাইন কাজের জন্য:
- Shutterstock (www.shutterstock.com)
- iStock (www.istockphoto.com)
- Adobe Stock (stock.adobe.com)
- 99designs (www.99designs.com)
- Redbubble (www.redbubble.com)
যারা মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় সম্পর্কে জানতে চেয়েছিলেন তারাও উপরিউক্ত ওয়েবসাইটগুলোতে ভিজিট করুন।
কিভাবে দ্রুত টাকা ইনকাম করা যায়
দ্রুত টাকা ইনকাম করার ১৫টি উপায় পয়েন্ট আকারে দেওয়া হলো:
- রিয়েল এস্টেট/ ইভেন্ট ফটোগ্রাফি
- বাড়ির পুরনো জিনিসপত্র বিক্রি (OLX, Bikroy)
- সৃজনশীল কাজের মাধ্যমে আয় (Etsy)
- কাস্টম পন্য ডিজাইন বিক্রি
- ইন্টারনেট গবেষণা কাজ করা
- ভাষান্তর বা অনুবাদ কাজ (Gengo, Unbabel)
- ডোমেইন কেনা-বেচা (GoDaddy Auctions)
- কাস্টম আর্টওয়ার্ক বিক্রি করা (ArtStation)
- ভ্লগিং (Lifestyle ভিডিও)
- অনলাইন রিসার্চ ও রাইটিং প্রজেক্ট (Wonder)
- বুক রিভিউ করে আয় করা (OnlineBookClub)
- প্রুফরিডিং ও এডিটিং কাজ (Scribendi)
- সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ
- সেকেন্ড হ্যান্ড বই বিক্রি (Amazon, eBay)
- অনলাইন ভোটিং বা রেটিং করা (CrowdFlower)
শেষকথা
প্রিয় পাঠক মাসে ৩০ হাজার টাকা ইনকাম করা বর্তমান যুগে তেমন কোনো কঠিন কাজ নয়। শুধুমাত্র আপনার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস প্রয়োজন। আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই প্রতি মাসে ৩০ হাজার টাকা অনলাইন বা অফলাইন যে কোনো প্লাটফর্মের মাধ্যমে আয় করে নিতে পারবেন। তাই বেকার বসে না থেকে নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় গুলো জেনে নিজের কর্মক্ষেত্রে এমনভাবে অবলম্বন করুন যাতে আপনার মাসে ৩০ হাজার টাকা ইনকাম করার স্বপ্নটি বাস্তবে পরিণত হয়।
দর্শকরা, আশা করি আমাদের আজকের পোস্টটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ও কার্যকরী মনে হয়েছে। পোস্টটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের পরিচিত উদ্যোক্তাদের সাথে শেয়ার করে দিবেন। এছাড়াও যে সকল নতুন শিক্ষার্থীরা গ্রাজুয়েশন সম্পন্ন করে ৩০ হাজার টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছে তাদের সাথেও পোস্টটি শেয়ার করে দিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url